ইথিন ও ইথিলিনের মধ্যে কি পার্থক্য আছে?

 ইথিন এবং ইথিলিন একই জিনিস।

কিন্তু ইথেন আর ইথিলিন আলাদা।

ইথেন এর সংকেত হচ্ছে C2H6

অন্য দিকে ইথিলিন এর সংকেত C2H4  

তবে দুটিই দাহ্য গ্যাস। জ্বালানী হিসাবে ব্যবহার আছে। এসিটিলিন ধাতব ঝালাই এর কাজে ব্যবহার হয় আমরা যেটাকে গ্যাস ঝালাই বলি। 

একটি মন্তব্য পোস্ট করুন