উত্তল লেন্স কাকে বলে?

 লেন্সঃ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ আলোক প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। 

উত্তল লেন্সঃ যে লেন্সের প্রধান অক্ষ বরাবর গোলীয় পৃষ্ঠদ্বয় বাইরের দিকে মোটা বা স্ফীত এবং কিনারার দিকে ক্রমস সরু তাকে উত্তল লেন্স বলে। 

নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইতে একটি অংশে দেওয়া আছে, যে লেন্স দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায় সেগুলোকে(তাকে) উত্তল (কদাচিত অভিসারী) লেন্স বলে। বইয়ের এই সংজ্ঞাটি মূলত কাজের ভিক্তিতে লেন্স কি জিনিস সেটা বোঝানো হয়েছে। এখানে এর আগে বেশ ব্যাখ্যা রয়েছে। 

তাই এই সংজ্ঞাটি কোন উপযুক্ত সংজ্ঞা নয়। এটি লেখা মানে এর আগে আপনাকে ব্যাখ্যাও দিতে হবে কিছু। আরে কাকে বলে প্রশ্নে নিশ্চয় আমরা ব্যাখ্যা দেইনা।

একটি মন্তব্য পোস্ট করুন