Physics
Chemistry

Pinned Question

উত্তল লেন্স কাকে বলে?

লেন্সঃ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ আলোক প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।  উত্তল লেন্সঃ যে লেন্সের প্রধান অক্ষ বরাবর গোলীয় পৃষ্ঠদ্বয় বাইরের …

Latest Question

পর্যাবৃত্ত গতি কাকে বলে ?

যদি কোন বস্তুর গতি নির্দিষ্ট সময় পর পর গতির দিক পরিবর্তন করে চক্র সম্পন্ন করে তবে ঐ গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন দোলকের গতি।  দোলকের একটি দোলনের সম…

অর্ধায়ু বলতে কী বোঝায়?

একটি তেজষ্ক্রিয় পরমাণুর কোন পরমাণুটি কখন তেজষ্ক্রিয় বিকিরণ করে ক্ষয় হয়ে যাবে তা নির্ণয় অসম্ভব কিন্তু একটি তেজস্ক্রিয় বস্তু খন্ডের ঠিক অর্ধেক পরিমাণ প…

ল্যাকটিক এসিডের সংকেত কি?

ল্যাকটিক অ্যাসিড এর সংকেত হল C3H6O3 একে এভাবেও লেখা যায় C2H4OHCOOH

বোরাক্সের সংকেত কি?

বোরাক্সের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বোরেট। বোরাক্সের সংকেত Na 2 [B 4 O 5 (OH) 4 ].8H 2 O

বৈদ্যুতিক বল কাকে বলে?

বৈদ্যুতিক বল বা তড়িৎ বলঃ একটি চার্জিত বা আহিত স্থির বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটি চার্জিত বা আহিত বস্তু আনলে সেটি প্রথম চার্জিত বস্তুর জন্য …

ইথিন ও ইথিলিনের মধ্যে কি পার্থক্য আছে?

ইথিন এবং ইথিলিন একই জিনিস। কিন্তু ইথেন আর ইথিলিন আলাদা। ইথেন এর সংকেত হচ্ছে C 2 H 6 অন্য দিকে ইথিলিন এর সংকেত C 2 H 4    তবে দুটিই দাহ্য গ্যাস। জ্ব…

চল তড়িৎ কাকে বলে?

কোন স্থানে উৎপন্ন বিদ্যুৎ বা তড়িৎ যদি প্রবাহকের মাধ্যমে পরিবাহিত হতে পারে তবে তাকে চল তড়িৎ বলে।

তড়িৎ বল কাকে বলে?

তড়িৎ বলঃ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের বলরেখা দ্বারা সেটি যে বল লাভ করে তাকে তড়িৎ বল বলে।
নবীনতম